Blog

  • পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল সিলেট

    রং বদলে নতুন জার্সিতে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। ভাষার মাসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানাতে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে গোলাপি জার্সির পরিবর্তে সবুজ জার্সি পরে খেলতে নেমেছে দলটি। টানা পাঁচ ম্যাচ হারা সিলেট অবশেষে আজ জয়ের দেখা পেয়েছে। দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়েছে ১৫ রানের ব্যবধানে।

  • অস্থিরতার মধ্যে ভালো দিক, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ : সেতুমন্ত্রী

    বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে তা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা চিন্তিত না। বিশ্বব্যাপী দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা চলছে।

    Portrait of modern handsome businessman using smartphone making call and smiling at camera while talking against black background with lens flare